ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণাকালে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলে দাবি করেন শরিফ ওসমান হাদি। ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, তাকে হত্যা, বাড়িতে আগুন দেয়াসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
ওই পোস্টে তিনি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় তার নম্বরে আওয়ামী লীগের ‘খুনিরা’ অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা পাঠিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, তাকে ক্রমাগত নজরদারিতে রাখা হচ্ছে এবং শিগগিরই তাকে ও পরিবারকে টার্গেট করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মানুষের কাছে আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না: সালাহউদ্দিন





