তারেক রহমানের সংবর্ধনা: ৫০ লাখ মানুষের সমাগমের আশা বিএনপির
ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ১১৯ আসনে ১৩১ প্রার্থী ঘোষণা
রিজভী বলেন, “আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। বিভিন্ন জেলা থেকে লোকজন আসা শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। সংবর্ধনা শেষে তার মা, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় ফিরবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের।”
আরও পড়ুন: তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক ছাত্রনেতাদের স্বাগত মিছিল
এদিকে, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্র আনন্দের জোয়ার বইছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে মঞ্চ দেখতে আসছেন।
মঞ্চের নিরাপত্তার জন্য পুলিশ এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন টিম গাড়ি ব্যবহার করে মঞ্চ পরিদর্শন করছে।





