১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহীত
বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পৌঁছে সেখানে সুরা ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি নিরবে দাঁড়িয়ে থাকেন, দোয়া পড়েন । এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার এলাকায় উপস্থিত হন। পরে তিনি বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের দিকে রওয়ানা হন।





