জিয়া উদ্যান উন্মুক্ত: খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জনস্রোত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সমাধিস্থল উন্মুক্ত হওয়ার খবরে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হতে থাকেন। তবে সংস্কারকাজ চলমান থাকায় উদ্যানে প্রবেশ বন্ধ থাকায় অনেকেই বিজয় স্মরণী মোড়ে উদ্যানের প্রবেশমুখে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। ভেতরে যেতে না পেরে অনেকে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পরে দুপুরের দিকে জিয়া উদ্যান খুলে দেওয়া হলে মানুষ দলে দলে সমাধিস্থলে প্রবেশ করে বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল পৌনে ৫টায় তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি ও লিভারের জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।