র‍্যাবকে কখনো দলীয় স্বার্থে ব্যবহার করেনি বিএনপি: বাবর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি কখনোই র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। তার দাবি, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র‍্যাব গঠন করা হলেও রাজনৈতিক উদ্দেশ্যে এই বাহিনীকে এক ঘণ্টা বা একদিনের জন্যও ব্যবহার করা হয়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি—এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি। এমন আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মধ্যে যে গুণাবলী তিনি দেখেছেন, তা অন্য কারো মধ্যে দেখেননি। বাবরের ভাষায়,  অনেক পরে এসে আমি সেই গুণাবলী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেও খুঁজে পেয়েছি। এ সময় তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান, যেন তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে একটি জনগণের রাষ্ট্র গঠন করা সম্ভব হয়।

বাবর বলেন, কবর জিয়ারতে আসা কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ নয়। “সকালে ঘুম থেকে উঠে ব্যক্তিগত আবেগ থেকেই এখানে এসেছি। কোনো রাজনৈতিক পরিকল্পনা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই এসেছি,  বলেন তিনি।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

বিএনপির এই নেতা আরও বলেন, তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন এবং তার দেশপ্রেম নিজের চোখে দেখেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো কোনো আপস করেননি,  যোগ করেন লুৎফুজ্জামান বাবর।