ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জামায়াত জোটের জরুরি বৈঠক
নির্বাচনে আসন সমঝোতার টানাপোড়েনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জোটের বাকি ৯ দলের নেতাদের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। তবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত নেই, জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, “আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।”
আরও পড়ুন: যমুনার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান
বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। বহুমাত্রিক আলোচনা এখনও চলছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। কিছুটা অস্বস্তি থাকলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।”
আরও পড়ুন: নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে : মাহ্দী আমিন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্য দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং গণভোট আলাদা করার দাবিতে নির্বাচনের আগে একসঙ্গে কর্মসূচি পালন করছিল ইসলামী আটটি দল। পরে সমঝোতার মাধ্যমে জোটে আরও তিনটি দল যুক্ত হয়েছে।





