দলীয় নয়, সমঝোতায় ৩০০ আসনেই জোটের প্রার্থী দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের
আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী নয়, বরং আসন সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনেই জোটের একক প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে এবং জনগণের মধ্যেও এ নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আসন সমঝোতা বিষয়ক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: যমুনার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান
নাহিদ ইসলাম বলেন, “জোটের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। জোট যেন অটুট থাকে—এটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে, তা খুব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।” তিনি আরও বলেন, “সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী অবস্থান সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের অগ্রগতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
জোটের নির্বাচনী কৌশল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “সমঝোতা মানেই পারস্পরিক সহযোগিতা। দলীয় প্রার্থী নয়, জোট যাকে মনোনীত করবে শরিক সব দল তাকে সমর্থন দেবে। ৩০০ আসনেই জোটের একক প্রার্থী থাকবে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে : মাহ্দী আমিন
তিনি আরও বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব জোটকে অটুট রাখতে। মতানৈক্য থাকলেও জোট গঠনের প্রক্রিয়া থেমে থাকবে না।”





