‘চাঁদাবাজ ডটকম’ ও জাতীয় হটলাইন চালুর ঘোষণা এনসিপির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরাসরি নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ডিজিটাল উদ্যোগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) নামে একটি ওয়েবসাইট ও একটি জাতীয় হটলাইন চালু করা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ নিরাপদে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, এই প্ল্যাটফর্মে একটি সুরক্ষিত ডেটাবেজ থাকবে, যেখানে নাগরিকরা নির্দিষ্ট প্রমাণ ও নথিপত্রসহ চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ জমা দিতে পারবেন। অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে তা উপস্থাপন করে রাজনৈতিকভাবে বয়কটের দাবি জানানো হবে। তার ভাষায়, প্রমাণের পাহাড় সামনে রেখে অপরাধীদের রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হবে।

আরও পড়ুন: যমুনার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সমাজের দুর্বল শ্রেণিকে চাঁদাবাজদের ভয় থেকে মুক্ত করা। মৌখিক প্রতিবাদে নয়, বরং তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমেই চাঁদাবাজি দমন সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হোন বা না হোন—নাগরিক দায়িত্ববোধ থেকে এই ওয়েবসাইট ও হটলাইন চালু ও সচল রাখার প্রতিশ্রুতি রয়েছে। প্রযুক্তি ও জনসচেতনতার সমন্বয়ে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।