জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গাজী আতাউর রহমান
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনের কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ইসলামপন্থি জনগণের প্রত্যাশা ও আদর্শ রক্ষার স্বার্থেই দলটি জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইসলামপন্থি শক্তিকে একত্রিত করার চেষ্টা চললেও শেষ পর্যায়ে এসে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। এ অবস্থায় দলটি মনে করেছে, ইসলামের পক্ষের অবস্থান ও আদর্শ রক্ষায় স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেওয়াই সঠিক সিদ্ধান্ত।
গাজী আতাউর রহমান জানান, তিনটি আসন ছাড়া ২৬৮টি আসনে দলীয় মনোনয়ন বৈধ হয়েছে এবং এসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে সক্রিয় আছেন। কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও তিনি স্পষ্ট করে জানান।
আরও পড়ুন: স্বামী ওসমান হাদির হত্যার বিচার চাইলেন রাবেয়া ইসলাম শম্পা
জোট ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ১১ দলীয় জোটে আদর্শিক ও নৈতিক অবস্থানে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে শরিয়া আইন প্রতিষ্ঠা নিয়ে জামায়াতের অবস্থান দলটিকে হতাশ করেছে বলে তিনি মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের উচ্চপর্যায়ের নেতাদের বক্তব্যে দলটি প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে, যা জোটে থাকা কঠিন করে তুলেছে।
তিনি উল্লেখ করেন, ক্ষমতায় যাওয়াই ইসলামী আন্দোলনের উদ্দেশ্য নয়; নীতি-আদর্শকে প্রাধান্য দিয়েই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা দলটির মূল লক্ষ্য। সেই অবস্থান থেকে বিচ্যুত না হওয়ার জন্যই জোট ত্যাগ করা হয়েছে।





