আওয়ামী লীগ কী করতে পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি: প্রেসসচিব শফিকুল আলম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩১ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ নির্দেশ দিচ্ছে না। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রেসসচিব বলেন, “আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না। হয়তো বলা হতো, আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি সরি বলেছে? তাদের যে গুম, খুন হয়েছে, সেটা তো সারা পৃথিবী জানে।’’

আরও পড়ুন: নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে: অর্থ উপদেষ্টা

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের লোকরাও তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। তবে তারা গত ১৫ বছরও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেনি; ভোটের অধিকারও সীমিত ছিল।”

গণভোট নিয়ে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত। গণভোটে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এটি সম্পূর্ণ ফ্রি, ফেয়ার ও পিসফুল হবে।”

আরও পড়ুন: বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

শফিকুল আলম আখাউড়া খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ খরমপুর মাজার শরীফ জিয়ারতের পর সাংবাদিকদের বলেন, “সংস্কারের বিষয়টিই প্যাকেজ আকারে হ্যাঁ ভোটে এসেছে। দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয়, সেজন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি। চুরি-চামারি বন্ধ করতে হলে ভোটে অংশগ্রহণ করতে হবে।”

তিনি বলেন, “নির্বাচন নিয়ে শঙ্কার কথা ইউটিউব বা টিকটক থেকে ছড়ানো হচ্ছে। কিছু লোক ভিউ কামানোর জন্য এই দাবি করছে, যা একেবারেই অমূলক।”

শফিকুল আলম আরও মন্তব্য করেন, “আওয়ামী লীগ কী করতে পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি। তাদের নেত্রীর বিচারের আগে হরতালসহ কিছু ঘটনা ঘটেছে। তারা সীমিত কিছু কর্মসূচি করতে পারে, কিন্তু তা বেশি কার্যকর নয়।”

এ সময় প্রেসসচিবের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।