ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ টেলিবৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত প্রায় আধাঘণ্টার এই বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও চলমান আলোচনা নিয়ে মতবিনিময় হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে দিয়ে কখনো দেশবিরোধী কোনো কাজ করানো যায়নি: রিজভী

বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্রেড নেগোসিয়েশনের অগ্রগতি সম্পর্কে গ্রিয়ার জানতে চান। একই সঙ্গে তিনি জানতে চান, এ বিষয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিচালিত আলোচনার প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন।

জবাবে তারেক রহমান জানান, সরকারের পরিচালিত বাণিজ্য আলোচনার বিষয়ে তাদের সম্মতি রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ইস্যুতে সরকার যে পথে অগ্রসর হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি বা ভিন্নমত নেই।

আরও পড়ুন: ১১ দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক ঘোষণা নাহিদ ইসলামের

বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অপারগতা জানান।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই টেলিবৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে তারেক রহমান কোনো সরকারি দায়িত্বে না থাকলেও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনাকে কূটনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ব্রেন্ডা লিঞ্চ, সাউথ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি, ডেপুটি অ্যাসিসট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ রিক সুইৎজার, ইউএসটিআরের চিফ অব স্টাফ স্যাম মুলোপুলোস এবং সিনিয়র পলিসি অ্যাডভাইজার ডি. আর. সেকিঞ্জার।