৯ম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে নেত্রকোণায় প্রতীকী অনশন ও বিক্ষোভ
বৈষম্যহীন ৯ম পে-স্কেল ও ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নিধার্রণ করে অর্থবছরের জানুয়ারী থেকেই ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবীতে নেত্রকোণায় প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।
আরও পড়ুন: হত্যা মামলার রহস্য উদঘাটন স্বামী-স্ত্রী আটক
জেলার ১০ উপজেলার সরকারী কর্মচারীদের অংশগ্রহণে প্রতীকী কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন,অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,মদন উপজেলা শাখার সমন্বয়ক হাবিবুর রহমান,দূগার্পুর উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আব্দুল লতিফ প্রমূখ।
প্রধান উপদেষ্টার নিকট তাদের দাবী বাস্তবায়নের দাবী জানান এবং দাবী পূরন না হলে কঠিন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা।
আরও পড়ুন: নেত্রকোণায় ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের শীতবস্ত্র বিতরণ





