ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত, দাবি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে— এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে। তার ভাষায়, “আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার বা আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের যেসব পরিকল্পনা ছিল, সেগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা: ইউরোপীয় সেনা মোতায়েন জোরদার, অবস্থানে অনড় যুক্তরাষ্ট্র

এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, ইরানে বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন।

ট্রাম্প আরও লেখেন, “এই নির্বোধ হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠকে বসব না। ইরানের জনগণের জন্য সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন।”

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলার আশঙ্কা: যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা সৌদির

ওই দিনই মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন— সে বিষয়ে নির্ভরযোগ্য ও নিশ্চিত কোনো সংখ্যা যুক্তরাষ্ট্রের হাতে নেই। তবে নিহতের সংখ্যা যে অনেক বেশি, সে বিষয়ে তিনি এবং তার প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন বলে জানান।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় নিয়ে আসছে।