‘কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ভোটের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা রুমিন ফারহানা। সরাইল উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে আগাম কারচুপির পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরাইল উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন: ঢাকায় ৬টিসহ যেসব আসনে প্রার্থী দেবে এনসিপি
তিনি বলেন, ‘আমার কানে এসেছে, সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে। কেন্দ্র বন্ধ করে সিল মারার কথাও শোনা যাচ্ছে।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা সদরের ৭ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী–সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: ১১ দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক ঘোষণা নাহিদ ইসলামের
ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই। ভোটকেন্দ্রগুলো আপনাদেরই পাহারা দিতে হবে।’
নির্বাচিত হলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল–আশুগঞ্জের এমপি বানান, তাহলে এখানে পৌরসভা করার উদ্যোগ নেব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করব। রাস্তাঘাট, স্কুল–কলেজ, মসজিদ–মাদ্রাসার উন্নয়ন করব। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য কোথাও যেতে দেব না।’
তিনি আরও বলেন, ‘এই কাজগুলো যদি করতে না পারি, পাঁচ বছর পর আপনারা আমাকে আর ভোট দেবেন না।’
স্বতন্ত্র এমপি হয়ে উন্নয়ন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘স্বতন্ত্র হই বা যাই হই, আমাদের শক্তি আছে। প্রয়োজনে ঢাকা–সিলেট মহাসড়ক আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। এলাকার মানুষের ন্যায্য দাবি নিয়ে সরকার যদি কথা না শোনে, তখন আমরা আন্দোলনে যাব।’
আবেগঘন কণ্ঠে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার অসুস্থ মাকে ঢাকায় রেখে আপনাদের কাছে এসেছি। দলের ডাক শুনে আসিনি, আপনাদের ডাকেই এসেছি। আপনারা যদি আমাকে ফিরিয়ে দেন, আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আগামী ১২ তারিখ পর্যন্ত আপনারাই আমার ভোটের আমানতদার।’
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে বিএনপি–জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।





