প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৯ পূর্বাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

আরও পড়ুন: ঢাকায় ৬টিসহ যেসব আসনে প্রার্থী দেবে এনসিপি

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

দেড় ঘণ্টা বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটে তিনি যমুনা থেকে বাসভবনের উদ্দেশে রওনা হন। এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: ১১ দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক ঘোষণা নাহিদ ইসলামের

এর আগে, গত বছরের জুন মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।