১৮০০ কোটি টাকায় এমবাপ্পেকে বিক্রি করবে পিএসজি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৩ | আপডেট: ৭:০৭ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে পিএসজির সঙ্গে। ফরাসি গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। রেকর্ডগড়া পারিশ্রমিক ও ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপেরও সুযোগ পেয়েও নাকি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মন টিকছে না কিলিয়ান এমবাপ্পের। চুক্তির মেয়াদ শেষেই প্যারিস ছাড়তে চান ফরাসি স্টার। এদিকে ফ্রি এজেন্ট বানিয়ে এমবাপ্পেকে ছাড়তে নারাজ পিএসজি। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করে দিতে চায় লা প্যারিসিয়ানরা। এমবাপ্পের রিলিজ ক্লজ প্রায় ১৮০০ কোটি টাকা ধরেছে পিএসজি, খবর ফরাসি গণমাধ্যম লেকিপের।

গত বছর এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনা দেখা দেয়। তবে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে ফরাসি তারকার সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়ে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাড়ায় পিএসজি। শর্তটি হল এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও ১ বছরের জন্য বাড়াতে পারবেন।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল

তবে তার সিদ্ধান্ত এই বছরের জুলাইয়ের মধ্যেই নিতে হবে এমবাপ্পেকে।

তবে ফরাসি গণমাধ্যমগুলোর খবর, এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না জানিয়ে একটা আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন ক্লাবকে। 

আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো

লেকিপ জানিয়েছে, পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি রাজি নন এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে। এমবাপ্পের রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০০ কোটি টাকা।

এমবাপ্পে পিএসজি ছেড়ে যেতে পারেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল ২০১৭ সাল থেকে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে ক্লাবে নেওয়ার চেষ্টায় রয়েছে।