সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বেঙ্গালুরুতে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গতকাল (১৬ জুন) দিবাগত রাতে বাংলাদেশ দল ভারতের মাটিতে পা রাখে।
সেদিন বিকেলে কম্বোডিয়ার নমপেন থেকে রওনা হয়ে ভারতীয় সময় পৌনে ১১টায় বাংলাদেশ দল বেঙ্গালুরুতে পৌঁছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে পৌঁছতে রাত ২টা বাজে বাংলাদেশ দলের।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
সাফে আটটি দল এবার অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশ ও নেপাল বেঙ্গালুরু পৌঁছে গেছে।। স্বাগতিক ভারত ভুবেনশ্বরে একটি টুর্নামেন্ট খেলার কারণে এখনও বেঙ্গালুরুতে আসেনি। সেই টুর্নামেন্ট শেষে ভারত ও লেবানন একই সঙ্গে বেঙ্গালুরু পৌঁছাবে ১৯ জুন। পাকিস্তান ফুটবল দলের ইতোমধ্যে ভারতে সাফ খেলার অনুমতি মিলেছে।
ভারতে যাওয়ার আগে বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে জামালরা সাফে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আজ হাল্কা অনুশীলন শুরু করবে বেঙ্গালুরুতে বাংলাদেশ।