সাফ চ্যাম্পিয়নশিপ
শেষ মুহূর্তে হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে লেবানন ৯৩ ধাপ এগিয়ে। সেই লেবাননকে প্রথমার্ধে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ারও একবার সুযোগ এসেছিল। কিন্তু দারুণ এক সম্ভাবনা জাগিয়েও শেষমেশ ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করল বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। লেবাননের পক্ষে গোল করেছেন হাসান মাতুক এবং খলিল বাদের।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তায় লেবাননের ধারেকাছেও নেই বাংলাদেশ। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল পায়ে রেখেও গোল করতে ব্যর্থ লেবানন। মোট ছয়টি শট নিয়ে মাত্র ২টি শটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা। বাংলাদেশের রক্ষণভাগ দারুণভাবে সামলিয়েছে প্রথমবারের মতো সাফে খেলতে আসা লেবানিজদের।