মেসির গোলে বড় জয়ে সেমিতে ইন্টার মায়ামি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ১২ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির গোলে টানা ১১ ম্যাচ হারা ইন্টার মায়ামি টানা পঞ্চম জয় পেয়েছে। মায়ামির হয়ে প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই গোল পেয়েছেন মেসি। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ শেষ মুহূর্তে গোল করেছেন মেসি। শার্লট এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছেছে মায়ামি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে আজ শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে ইন্টার মায়ামি। ১২ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। পেনাল্টিতে গোল করেন জোসেফ মার্তিনেজ। এরপর ৩১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এবার অ্যাসিস্ট করেছিলেন রবার্ট টেলর। তবে শার্লট এফসির গোলরক্ষক ক্রিস্টিয়ানো কাহলিনা তা ঠেকিয়ে দিয়েছেন। ঠিক তার পরের মিনিটে গোল পায় মায়ামি। এবার গোল করেন টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন দেআন্দ্রে ইয়েডলিন। এরপর ৪৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি শার্লট এফসি। কামিল জোজিয়াকের অ্যাসিস্টে হেড করেন স্কট আরফিল্ড। তবে তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলে ইন্টার মায়ামি-শার্লট এফসি দুই দল। তবে নিজেদের ভুল বা বিপক্ষ দলের গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। এরপর ৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় মায়ামি। এবার আত্মঘাতী গোল করেন শার্লটের আদিলসন মালান্দা। আর ৮৬ মিনিটে গোল করেন মেসি। লিওনার্দো কাম্পানার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ৪-০ গোলের বড় জয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠে মায়ামি।

ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। যার মধ্যে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তের ফ্রি কিকে গোল করেন মেসি। এরপর টানা তিন ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ