বিশ্বকাপে এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৫ রেকর্ড

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৩ | আপডেট: ৫:১৩ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রানের পাহাড় গড়ে তারা। দক্ষিণ আফ্রিকানদের দেওয়া ৪২৮ রানের জবাবে ৩২৬ রানে শ্রীলঙ্কার ইনিংস থামে। লঙ্কানরা ১০২ রানের বড় ব্যবধানে হেরে যায়।

ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

সর্বোচ্চ রান

বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারে পাঁচ উইকেটে প্রোটিয়ারা ৪২৮ রান করে। এতদিন পর্যন্ত রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। তারা ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান করেছিলেন।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

দ্রুততম শতক

মাত্র ৪৯ বলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ১২ বছর ধরে সেই রেকর্ড ছিল আয়ারল্যান্ডের তারকা কেভিন ও’ ব্রায়ানের দখলে। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে ৫০ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ৫১ বলে গ্লেন ম্যাক্সওয়েল, ৫২ বলে এবি ডি ভিলিয়ার্স এবং ৫৭ বলে ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি আছে ইয়ন মরগানের। 

১ ইনিংসে ৩ সেঞ্চুরি

বিশ্বকাপের ইতিহাসে এ প্রথম ১ ইনিংসে শতরান করলেন একই দলের ৩ ব্যাটার। এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন কুইন্টন ডি'কক (৮৪ বলে ১০০ রান), রাসি ভ্যান ডার ডুসেন (১১০ বলে ১০৮ রান) এবং মার্করাম (৫৪ বলে ১০৬ রান)।

দিল্লিতে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তুলল দক্ষিণ আফ্রিকা। এতদিন পর্যন্ত এই ভেন্যুতে সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০১১ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিবিয়ানরা আট উইকেটে ৩৩০ রান করেছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান

একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়াদের ইনিংসটি এদিন সর্বোচ্চ রানের নজির গড়েছে। পাঁচ উইকেটে তারা ৪২৮ রান সংগ্রহ করে। লঙ্কানদের বিপক্ষে তালিকায় পরের চারটি সর্বোচ্চ রানের নজির রয়েছে ভারতের। পাঁচটি ম্যাচই ভারতে হয়েছে।