টস জিতে ব্যাটিংয়ে ভারত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠে গেছে আগেই। তাই দুই দলের জন্যই আজকের লড়াইটা শীর্ষস্থান দখলের। মর্যাদার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচটি শুরু হয়েছে স্থানীয় সময় দুপুর ২ টায় (বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিট)। এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে প্রোটিয়ারা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

শীর্ষস্থান ধরে রাখার মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। বড় ম্যাচের আগে এসে উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি তারা। কারণ আগের ম্যাচের উইকেট থেকে কলকাতার উইকেটে আহামরি কোনো পরিবর্তন নেই।

দক্ষিণ আফ্রিকার একাদশে এক পরিবর্তন এসেছে। একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়েছেন জেরাল্ড কোয়েটজে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে ১২ ওভারে করেছে ৯৬ রান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ , লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।