পাকিস্তানকে জেতানো ওপেনার ফখরের জন্য পুরস্কার ঘোষণা

ওয়ানডে বিশ্বকাপে চারশ রান করেও হারতে হল নিউজিল্যান্ডকে। কপাল খারাপ হলে হয়তো এমনই হয়। প্রথমে ব্যাট করে ৪০০ রান করেও পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে হারতে হয়েছে তাদের। তবে পাকিস্তানের ঝোড়ো শুরুটা তো হয়েছিল ওপেনার ফখর জামানের হাত ধরে। তিনি মাত্র ৬৩ বলের সেঞ্চুরিতে ডিএল মেথডে পাকিস্তানকে দারুণ এক জয় এনে দিয়েছেন। এমন অবদানে ফখরের জন্য তাদের ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরস্কার ঘোষণা করেছে।
গতকাল (শনিবার) রাতে কিউইদের বিপক্ষে পাকিস্তানের সামনে সেমিফাইনালে ওঠার সমীকরণ ছিল বড় ব্যবধানে জয়। বৃষ্টি আর সেটি হতে দেয়নি। তবুও আকাশে কালো মেঘ দেখে জয়ের হিসাব কষেছেন ফখর ও অধিনায়ক বাবর আজম। একপ্রান্তে ফখর যখন তাণ্ডব চালাচ্ছেন, অপরদিকে বাবর স্বাভাবিক গতিতে ব্যক্তিগত ফিফটি তুলে নেন। দ্বিতীয় দফায় ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে ২৫.৩ ওভারে ১ উইকেটে স্কোরবোর্ডে ২০০ রান নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এরপর আর খেলা মাঠে না গড়ানোয় ডিএল মেথডে ২১ রানে জেতেন ফখর-বাবররা।
আরও পড়ুন: কাঠমান্ডুতে জামালদের অনুশীলন বাতিল, দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা
শেষ পর্যন্ত ১১টি ছয় ও ৮টি চারে ৮১ বলে ফখর ১২৬ রানে অপরাজিত ছিলেন ফখর। বাবর নটআউট ছিলেন ৬৬ রানে। ম্যাচসেরা হওয়া ৩৩ বছর বয়সী বাঁ-হাতি ওপেনার ফখরের জন্য পরে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেন পিসিবি সভাপতি জাকা আশরাফ।