আইসিসির ‘হল অব ফেমে’ ডি সিলভা, শেবাগ ও এডুলজি

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) সম্মানসূচক ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত হলেন তিন সাবেক গ্রেট। তারা হলেন- শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা, ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ও ভারতের নারী ক্রিকেটের কিংবদন্তি ডায়ানা এডুলজি।
সোমবার এক বিবৃতিতে এই তিন জনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানিয়েছে আইসিসি। হল অব ফেমে ডি সিলভা, এডুলজি ও শেবাগকে যথাক্রমে ১১০, ১১১ ও ১১২তম সদস্য করা হয়েছে। শুধু তাই নয়, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামীকাল বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের আগে মাঠেই এক আয়োজনের মাধ্যমে তাদের সম্মানিত করার কথা জানিয়েছে আইসিসি। সেদিন মাঠে নামবে স্বাগতিক ভারত ও গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতল ব্রাজিল
হল অব ফেমে জায়গা পাওয়া এডুলজি ভারতের নারী ক্রিকেট ইতিহাসের প্রথম সুপারস্টার। তিনি ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেন এই অলরাউন্ডার। বিশ্বকাপ তিনটি আসরের মধ্যে দুটিতে নেতৃত্ব দেন ভারতকে। অবসর নেওয়ার সময় টেস্টে ৬৩ ও ওয়ানডে ৪৬ উইকেট ছিল তার। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী ক্রিকেট এগিয়ে নিতে মাঠের বাইরে কয়েক দশক ধরে প্রভাববিস্তারী ভূমিকা রেখে চলেছেন এডুলজি। এর পুরস্কার হিসেবেই মূলত তিনি এবার জায়গা পেয়েছেন হল অব ফেমে।
মুত্তিয়া মুরালিধরন, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার পর শ্রীলংকার চতুর্থ ক্রিকেটার হিসাবে হল অব ফেমে ঠাঁই পেলেন ’৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য অরবিন্দ ডি সিলভা। শ্রীলংকার হয়ে ৯৩ টেস্টে ৬,৩৬১ রান এবং ৩০৮ ওডিআইতে ৯,২৮৪ রান করেছেন ডি সিলভা। দুই ফরম্যাট মিলিয়ে শিকার করেছেন ১৩৫ উইকেট।
আরও পড়ুন: কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার, সুয়ারেজ ও ডেকো
সাবেক ভারতীয় ওপেনার সেহওয়াগ ১০৪ টেস্ট (৮,৫৮৬ রান), ২৫১ ওডিআই (৮,২৭৩ রান) এবং ১৯ টি ২০ আন্তর্জাতিক ম্যাচ (৩৯৪ রান) খেলেছেন। টেস্টে ৪০ ও ওডিআইতে ৯৬ উইকেট পেয়েছেন তিনি। সেহওয়াগ হলেন এই সম্মান পাওয়া অষ্টম ভারতীয় ক্রিকেটার।
১৪ বছরের ক্যারিয়ারের ১৭ হাজারেরও বেশি রান করেছেন শেবাগ। এছাড়া ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ডানহাতি এই ওপেনার। প্রথম ভারতীয় হিসেবে তিনি টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন।