তাইজুলের ১০ উইকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৭:০৯ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৩
ছবি: বিসিবি
ছবি: বিসিবি

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ।

টেস্টে দ্বিতীয়বারের মতো দেশটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। তাতে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকল নাজমুল হোসেন শান্তর দল। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা দল নিয়ে নিয়ে নামতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, এক্সপ্রেস পেসার ইবাদত হোসেন না থাকার পরও ইতিহাস গড়ে ফেলল নতুন চেহারার বাংলাদেশ। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬, পরের ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, দুই ইনিংসেই তাইজুল ইসলামের ঘূর্ণিজাদু মোটাদাগে এনে দিয়েছে অবিস্মরণীয় জয়।

বাংলাদেশ: ৩১০ ও ৩৩৮, নিউজিল্যান্ড: ৩১৭ ও ১৮১

আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের অঙ্কটা মিলিয়ে ফেলেছিল বাংলাদেশ। শনিবার পঞ্চম দিনের সকালে ছিল ফলের অপেক্ষা। টাইগাররা তা পেয়ে গেছে দিনের প্রথম সেশনেই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাওয়া অভাবনীয় জয় কিছুটা হলেও স্বস্তি দেবে দেশের ক্রিকেটকে।

২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়গুলোর একটি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়েছিল তাদেরই ঘরের মাঠে। ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ঘরের মাঠে আবারও বড় দলের বিপক্ষে বাংলাদেশ জয় পেল।