বন্ধুকে অর্থ দিয়ে সাহায্য করে বিপাকে নেইমার

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ রক্ষা পেলেন না ধর্ষণ মামলা থেকে। স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড ও দেড় লাখ ইউরো জরিমানা করেছে। চূড়ান্ত রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়। বন্ধু আলভেজের পাশে শুরু থেকেই ছিলেন নেইমার। আবারও দাঁড়ালেন জাতীয় দল ও ক্লাবের সাবেক এই সতীর্থের পাশে। কিন্তু এবার পাশে দাঁড়িয়ে নিজ দেশের মানুষের সমালোচনার মুখে পড়েছেন নেইমার। 

গোল ডটকমের প্রতিবেদন মতে, ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে আলভেজকে করা জরিমানার পুরোটা শোধ করেছেন নেইমার। রায় চূড়ান্ত করার আগেই সেটি আদালতকে বুঝিয়ে দেওয়া হয়। সময়মতো এই অর্থ পরিশোধ করায় কমেছে আলভেজের সাজা।

আরও পড়ুন: সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ধর্ষককে অর্থ দিয়ে সাহায্য করায় নেইমারকে নিয়ে সমালোচনা করেছেন ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান। তিনি বলেন, ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা দেখিয়েছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না।

এরপর তিনি যোগ করেন, ‘অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে সে (আলভেজ) অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’

আরও পড়ুন: ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি

যৌন নিপীড়নের অভিযোগে লম্বা সময় ধরেই জেল খাটছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা আলভেজ। তার ওপর আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি ঘোষণা করেছে কাতালুনিয়ার শীর্ষ আদালত। ২০২২ সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে একজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।

এতদিন ধরে ঝুলে থাকা মামলার রায় এলো ১৪ মাস পর। স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, ওই ঘটনার সময় ভুক্তভোগীর কোনো সম্মতি নেওয়া হয়নি। এর পক্ষে প্রমাণও পাওয়া গেছে। বিষয়গুলো বিবেচনা করে রায় দিয়েছে স্প্যানিশ আদালত। আলভেজের অবশ্য সুযোগ আছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার।