জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শনিবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের সূচি ঘোষণা করে। টি-টোয়েন্টির সাথে টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৩, ৫ ও ৭ মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। তৃতীয় ম্যাচ আয়োজিত হবে দুপুর ৩টায়।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
সিরিজের বাকি অংশ হবে মিরপুর হোম অব ক্রিকেটে, ১০ ও ১২ মে। চতুর্থ ম্যাচ আয়োজিত হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়। ১৭ দিনের সফর শেষে ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে এবারে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে এই টেস্ট সিরিজ। ২০১৮ সালের পর এটিই দুই দলের মধ্যকার প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি :
২৮ এপ্রিল : জিম্বাবুয়ের ঢাকায় আসা এবং চট্টগ্রামে চলে যাওয়া।
৩ মে : প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।
৫ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।
৭ মে : তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, দুপুর ৩টা।
১০ মে : চতুর্থ টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা।
১২ মে : পঞ্চম টি-টোয়েন্টি, মিরপুর, সকাল ১০টা।





