জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে অজিদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১২৬

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৪ | আপডেট: ৪:৩৩ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৪ উইকেটে ১২৬ রানে তুলেছে টিম টাইগ্রেস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় স্বাগতিকরা। প্রথম বলেই দিলারা আক্তার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন। সোবহানা মোস্তারি ৮ বলে কোনো রান না করেই আউট হন। মুর্শিদা খাতুনের সঙ্গে জ্যোতির ৫৭ রানের জুটিতে ভালোভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা, সিরিজ জয়ের পথে বাংলাদেশ

২৭ বলে ২০ রান করে মুর্শিদা আউট হেন। এরপর জ্যোতির সঙ্গে লড়াই চালিয়ে যান ফাহিমা খাতুন। ২১ বলে ২৭ রান করেন দুটি চার ও একটি ছক্কায়।

৬৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টি-টুয়েন্টিতে এটি তার ষষ্ঠ ফিফটি। অধিনায়কের ইনিংসে ছিল সাতটি চারের মার।

আরও পড়ুন: হারের পর প্রতিপক্ষ কোচকে থুতু ছুড়লেন সুয়ারেজ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

অসিদের পক্ষে দুই উইকেট পান সোফি। একটি করে উইকেট নেন টাইলা ও জর্জিয়া।