অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা গত বছর অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-২০ ফরম্যাটে। নেপালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বাংলাদেশের যুবারা চ্যাম্পিয়ন হয়।
এরআগে সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক ভারত। গেল বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। তবে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের এখনো শিরোপা জেতা হয়নি বাংলার যুবাদের। তবে ভারতকে হারিয়ে সেই অধরা শিরোপা উচিয়ে ধরতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
নিজের দল নিয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের দল শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল। প্রতিটা খেলোয়াড় ও দলের প্রতি বিশ্বাস ছিল আমাদের। আমরা ভালো কিছু করার জন্য এখানে এসেছি। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। তবে, আমরা এসেছি লক্ষ্য পূরণ করতে।’