সাবেক আর্সেনাল মিডফিল্ডাররে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। তিন নারী এই অভিযোগ করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ  জানিয়েছে, ৩২ বছর বয়সী ঘানার ফুটবলারের বিরুদ্ধে এই অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের ঘটনা।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

পুলিশ জানিয়েছে, এক নারী ধর্ষণের দুটি অভিযোগ, অন্য এক নারী তিনটি অভিযোগ ও অপর এক নারী যৌন নিপীড়নের একটি অভিযোগ করেছেন।

তবে নিজের বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেছেন থমাস পার্টে। তার আইনজীবী জেনি উইল্টশায়ার বলেছেন, ‘তার বিরুদ্ধে হওয়া সব অস্বীকার করেছেন। তিন বছর ধরে হওয়া তদন্তে পুলিশ ও সিপিএসকে পূর্ণ সহযোগিতা করেছেন।

আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

চার্জশিট থেকে তার নাম প্রত্যাহারের আশা করছেন। আইনি প্রক্রিয়া চলমান থাকায় আমার মক্কেল আর কোনো মন্তব্য করতে চান না।

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) থমাস পার্টে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে। সর্বশেষ মৌসুমে আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে তার।

নতুন করে এখনো কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি  এই মিডফিল্ডার। সর্বমোট আর্সেনালের হয়ে ১৩০ ম্যাচে ৯ গোল করেছেন এবং ঘানার হয়ে ৫৩ ম্যাচে করেছেন ১৫ গোল।