নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়ে অস্ট্রেলিয়ায় আগামী বছরের টুর্নামেন্টে জায়গা নিশ্চিত হওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম  এক বার্তায় বলেন, ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা যুব ও ক্রীড়া উপদেষ্টার।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এর আগে গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবার এশিয়ান বাছাইয়ে দারুণ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭–০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরও শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায় তাঁরা। একই দিন তুর্কমেনিস্তান-বাহরাইন ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সর্বশেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শেষ করেন ঋতুপর্ণারা।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীত ভালো ছিল না। এর আগে ২০২২ ও ২০১৪ আসরে পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি। উল্টো হজম করে ২৫ গোল। এবার সেই তিক্ততার অতীত ভুলে নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশের মেয়েরা। 

‎আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের সেই লড়াইয়ে আছে বাংলাদেশও। কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলের সুযোগ থাকবে ২০২৭ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার। বাংলাদেশ এখন চাইবে সেই সুযোগটা কাজে লাগাতে।