নিষিদ্ধের আগেই দল থেকে বাদ

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৮ রানের ব্যবধানে রেকর্ডগড়া জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে কেশভ মহারাজ দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে উঠেছেন বিশ্বের এক নম্বর বোলারে। তবে একই ম্যাচে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিষেক ওয়ানডেতে খেলা প্রোটিয়া স্পিনার প্রেনেলান সুব্রায়েন।

ক্যেয়ার্নসে মঙ্গলবার অনুষ্ঠিত ওয়ানডের পর আম্পায়াররা তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। ফলে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন ৩১ বছর বয়সী এই অফস্পিনার। যদিও এখনও বোলিং নিষেধাজ্ঞায় পড়েননি তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপে বিজ্ঞাপনের ১০ সেকেন্ড ২০ লাখ টাকা!

ওই ম্যাচে সুব্রায়েন ১০ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন। তবে ম্যাচ শেষে আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নগাস্কি আনুষ্ঠানিকভাবে তাঁর অ্যাকশনকে ‘রিপোর্টেড’ হিসেবে উল্লেখ করেন। নিয়ম অনুযায়ী, এখন ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সুব্রায়েনকে।

পরীক্ষার ফল না আসা পর্যন্ত তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাঁকে সিরিজের বাকি অংশে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। কোচ শুকরি কনরাড বলেন—

আরও পড়ুন: মেসিকে ২০২৬ বিশ্বকাপে চান ডি মারিয়া

"নিয়ম অনুযায়ী এখনো খেলতে কোনো বাধা নেই। কিন্তু আমরা মনে করছি অপ্রয়োজনীয় আলোচনার বাইরে রেখে, মানসিকভাবে স্থির থাকতে সুযোগ দেওয়া উচিত। তাই ব্রিসবেনে যত দ্রুত সম্ভব তাঁকে পরীক্ষায় অংশ নিতে পাঠানো হবে।"

উল্লেখ্য, এ বছরই একই সেন্টারে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেম্যানের অ্যাকশন পরীক্ষা হয়েছিল। নিয়ম অনুযায়ী, বোলাররা বল করার সময় কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত ভাঁজ করতে পারেন।

অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হলে অভিযোগ থেকে মুক্ত হবেন সুব্রায়েন। তবে ব্যর্থ হলে নিষিদ্ধ হবেন এবং কেবল অ্যাকশন সংশোধনের পর পুনরায় পরীক্ষা দিয়ে মাঠে ফিরতে পারবেন।

বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল (শুক্রবার) ম্যাকাইতে দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ আগস্ট তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।