স্পট ফিক্সিং এর জন্য জরিমানা গুনতে হবে লুকাস পাকেতাকে

জুয়ার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে ম্যাচে হলুদ কার্ড দেখার (স্পট ফিক্সিং) অভিযোগ উঠেছিল ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার বিরুদ্ধে। দীর্ঘ দুই বছরের তদন্ত শেষে গত জুলাইয়ে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার পুরোপুরি শাস্তি এড়াতে পারছেন না।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পাকেতা স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তদন্তে সহযোগিতা না করা এবং প্রশ্নের উত্তর না দেওয়ার দুটি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন। এই কারণে জরিমানা দিতে হতে পারে তাকে।
আরও পড়ুন: নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা, সিরিজ জয়ের পথে বাংলাদেশ
আলাদা শুনানিতে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। তবে কমিশনের প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পাকেতার শাস্তি জরিমানাতেই সীমাবদ্ধ থাকবে। ইতোমধ্যেই তার আইনজীবীরা কমিশনে লিখিত যুক্তি জমা দিয়েছেন এবং প্রয়োজনে আরোপিত জরিমানার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সুযোগও রয়েছে।
এর আগে দোষী প্রমাণিত হলে পাকেতার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল এফএ। তবে শেষ পর্যন্ত প্রমাণ না পাওয়ায় সেই আশঙ্কা কাটে। তদন্ত শেষ হওয়ার পর এক বিবৃতিতে পাকেতা জানান, প্রথম দিন থেকেই তিনি তার নির্দোষিতা প্রমাণে আত্মবিশ্বাসী ছিলেন। পাশাপাশি ওয়েস্ট হ্যাম ও তার পরিবারকে ধন্যবাদ জানান অবিচল সমর্থনের জন্য।
আরও পড়ুন: হারের পর প্রতিপক্ষ কোচকে থুতু ছুড়লেন সুয়ারেজ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
২০২৩ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি পাকেতাকে দলে নিতে আগ্রহী ছিল। তবে অভিযোগের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। বর্তমানে তিনি ওয়েস্ট হ্যামের হয়েই খেলছেন এবং সম্প্রতি নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ে গোল করার পর ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনো প্রস্তাব চূড়ান্ত হয়নি। পাকেতা জানিয়েছেন, তিনি ওয়েস্ট হ্যামেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।