রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ররিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের সপ্তদশ আসরের ফাইনাল ম্যাচে জয় পায় ভারত।

এর আগে যেকোনো ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বশেষ হার ছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে টানা আট ম্যাচে জয়ের ধারা ধরে রাখল ভারত। ফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েও সেই খরা কাটাতে পারল না সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান।

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। মাত্র ১১.২ ওভারে দলীয় রান পৌঁছে যায় ১০০-তে। তবে এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ১৪৬ রানে অলআউট হয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে ধাক্কা খায়। পাওয়ার প্লে’তে ২০ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। তবে তিলক ভার্মার দায়িত্বশীল ইনিংসে ম্যাচে ফেরে ভারত। বাঁহাতি এ ব্যাটার ৪১ বলে ফিফটি পূর্ণ করেন। তার সঙ্গে সঞ্জু স্যামসন ও পরে দুবের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত।

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। তিলকের চার-ছক্কায় ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। ৫ উইকেটের এই জয়ে নবমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা।