আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৪ | আপডেট: ৮:৫৬ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫ নম্বরে। সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)  ১৩০ স্কোর নিয়ে ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময় ১৮১ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ১ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু। ১৬৩ স্কোর নিয়ে ২ নম্বরে আছে চীনের বেইজিং। এছাড়া থাইল্যান্ডের চিয়াং মাই ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৬২ এবং ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রা যা জানালো আবহাওয়া অধিদপ্তর

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ