গুগল বার্ড এবার হাজির হলো বাংলাতে

চ্যাটজিপিটি বর্তমান প্রযুক্তি দুনিয়ায় নতুন একটি মাত্রা যোগ করেছে। চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এরই মধ্যে গুগল তৈরি করেছে তাদের এআই ‘বার্ড’। যেটি চ্যাটজিপিটির মতোই কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবটটি অনেক সুবিধা এনেছে।
এবার গুগল বার্ড হাজির হলো বাংলাতে। অর্থাৎ বাংলা ভাষায়ও ব্যবহার করা যাবে এই চ্যাটবটটি। নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীদের জন্য এসেছে অনেক সুবিধা। শুধু বাংলা নয়, আরও ৪০টি ভাষায় ব্যবহার করতে পারবেন গুগল বার্ড। বাংলা ছাড়াও এর মধ্যে আছে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, মারাঠি, গুজরাতি, উর্দু, স্প্যানিশ, আরবি, জার্মানি, চাইনিজসহ আরও অনেক ভাষা।
আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর
সম্প্রতি গুগল তাদের এআই চ্যাটবটটি বার্ড লঞ্চ করেছে ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন দেশে। এর পাশাপাশি এসেছে নতুন ফিচারও। গুগল বার্ড এখন ছবি বুঝতেও সক্ষম। চ্যাটজইপিটির পেইড মেম্বারদের ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছে।