এআই নিয়ন্ত্রণ বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিক সংলাপের আহবান জানাবে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৩ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এআই নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলতি সপ্তাহেই নিউ ইয়র্কে এই আলোচনা অনুষ্ঠিত হবে। বিশ্বশান্তি ও নিরাপত্তার ওপর এআইয়ের প্রভাব কী হবে, তা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক সংলাপের আহবান জানানো হবে এই বৈঠকে। ব্রিটেনের পররাষ্ট্রসচিব জেমস ক্লেভারলি এই আলোচনায় সভাপতিত্ব করবেন।

দ্রুত বিকশিত এআই প্রযুক্তির বিপজ্জনক দিকগুলো কিভাবে এড়ানো যায়, তা নিয়ে সারা বিশ্বের সরকারপ্রধানরা চিন্তিত। এআইয়ের কারণে বৈশ্বিক অর্থনীতির চিত্র পুরো উল্টে যেতে পারে। বদলে যেতে পারে আন্তর্জাতিক নিরাপত্তার দৃশ্যপটও। গত জুনে বিশ্বের বড় বড় এআই কম্পানির নির্বাহীরা আন্তর্জাতিক এআই নজরদারি কমিটি গঠনের প্রস্তাব দেন।

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

এই প্রস্তাবে সম্মতি দেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি সংস্থার মতো কাজ করবে এই কমিটি। সূত্র : রয়টার্স