এআই ভয়েস ক্লোনিং: কণ্ঠস্বর নকল করে প্রতারণা

আত্মীয় পরিজনের কণ্ঠস্বর হুবহু নকল করে একটি ভয়েস পাঠিয়ে প্রতারণা করার চেষ্টা আপনার সঙ্গে হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই জালিয়াতি এতটাই নিখুঁত ভাবে করা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে তা ধরা অসম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই প্রযুক্তি কী ভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় তা নিয়ে চলছে গবেষণা।
কিন্তু এই প্রযুক্তিকে অসাধু কাজে লাগিয়ে তা দিয়ে অপরাধমূলক কাজ করা হচ্ছে। গলার আওয়াজ নকল করে হচ্ছে প্রতারণা যাকে বলা হয় এআই ভয়েস ক্লোনিং। সম্প্রতি এমনই এক জালিয়াতির খপ্পরে পড়েন ভারতের হরিয়ানার এক ব্যক্তির। তাঁর এক বন্ধুর গলার আওয়াজ নকল করে ৩০,০০০ টাকা হাতিয়েছে সাইবার অপরাধীরা। ম্যাকাফির-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮৩ শতাংশ ভারতীয় এআই ভয়েস ক্লোনিংয়ের ফাঁদে পড়ে বিপুল টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর
যখনই অজানা নম্বর থেকে কল করে কেউ যদি টাকা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার কথা বলে তখন তার পরিচয় না জানা অবধি নিজের ব্যাংকিং তথ্য, ওটিপি কখনই শেয়ার করা উচিত না।
বড় কোনও লেনদেন করার আগে ভাবুন। বিপদে পড়ায় ভয়েস পাঠিয়ে যেই বন্ধু বা আত্মীয় আপনার কাছ থেকে টাকার সাহায্য চেয়েছে তাঁর পরিচয় নিশ্চিত না করা অবধি টাকা পেমেন্ট করা উচিত নয়।
আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়