ফেসবুক ডেটিংয়ে সঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে এআই

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা সোমবার ঘোষণা দিয়েছে, ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে একটি এআই চ্যাটবট সহকারী। এই ভার্চুয়াল সহকারী ব্যবহারকারীদের জন্য পছন্দ অনুযায়ী সঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে এবং তাদের প্রোফাইল আরও আকর্ষণীয় করে তুলতে প্রম্পট সাজেস্ট করবে।

এই এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট করে অনুরোধ করতে পারবেন, যেমন: “ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ের সন্ধান চাই।” একইসঙ্গে প্রোফাইলে থাকা প্রশ্ন-উত্তর বা বিবরণগুলো আরও চিত্তাকর্ষক করার জন্যও এআই’র সহায়তা নেওয়া যাবে।

আরও পড়ুন: নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

নতুন ফিচার: মিট কিউট

‘সুইপ ফ্যাটিগ’ অর্থাৎ একই ধরনের প্রোফাইল বারবার ঘেঁটে ক্লান্ত হয়ে পড়া ব্যবহারকারীদের জন্য ফেসবুক এনেছে ‘মিট কিউট’ নামের একটি নতুন ফিচার। এই ফিচারে প্রতি সপ্তাহে একটি বাছাইকৃত ম্যাচ সাজেস্ট করবে অ্যালগরিদম, যেটি ব্যবহারকারীদের আগ্রহ অনুযায়ী নির্বাচন করা হবে।

আরও পড়ুন: আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিযোগিতার ময়দানে ফেসবুক

বর্তমানে ১৮–২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার আগের বছরের তুলনায় ১০% বেড়েছে। যদিও প্রতিযোগিতার দিক থেকে টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের ১ কোটি, যার তুলনায় ফেসবুক এখনও তুলনামূলক ছোট প্রতিযোগী।

এআই ব্যবহারে বাড়ছে প্রতিযোগিতা

ডেটিং অ্যাপ জগতে এখন এআই ব্যবহার একটি সাধারণ প্রবণতা। টিন্ডারে ইতিমধ্যে চালু হয়েছে এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল, যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবি সাজেস্ট করে। হিঞ্জেও রয়েছে এআই-চালিত প্রম্পট রেসপন্স সাজেস্ট ফিচার।

টিন্ডার, হিঞ্জ এবং ওকেইকিউপিডের মূল কোম্পানি ম্যাচ গ্রুপ ইতিমধ্যে ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে এবং এ খাতে ২ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। যদিও বিগত পাঁচ বছরে কোম্পানিটি শেয়ার মূল্যে ৬৮% হারিয়েছে, তবুও ভবিষ্যতের সম্ভাবনাকে সামনে রেখে এআই-কে মূল বিনিয়োগ খাত হিসেবে গুরুত্ব দিচ্ছে।