তাপমাত্রা বাড়ার এবং বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি এক বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকতে পারে। এর মধ্যে আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া
এদিকে পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরের ২৪ ঘণ্টাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে এ কদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।