আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুন লেগে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে সদর উপজেলার মাধবদীর সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার
খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় জুতা, ইলেকট্রনিকস, কাপড়, মুদিসহ প্রায় ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় বাজারে অবস্থানরত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, "সকালে আমরা খবর পেয়েই মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছাই। এর মধ্যে তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।"