টঙ্গীতে বেগম জিয়ার সুস্থতা কামনা ও মাইলস্টোনের হতাহতদের জন্য দোয়া মাহফিল

Sanchoy Biswas
মো. আক্তার হোসেন, টঙ্গী
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪৬ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘ষড়যন্ত্রকারীদের নৌকা ডুবে গেছে, ইহা আর ভাসবে না’ বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা টঙ্গীর আউচ পাড়ায় নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি আরো বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করেছিলো এবং ষড়যন্ত্রের মাধ্যমেই আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলো। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব যে খুবই দুর্বল এবং এটি দীর্ঘস্থায়ী  ও টেকসই কোনো ব্যবস্থা নয়, তা তারা বেমালুম ভুলে গিয়েছিলো। যার ফলে তাদের এমন পতন হয়েছে যাতে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং উত্তরার মাইলস্টোন ট্র্যাজিডিতে হতাহতের জন্য এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. শাহাদত হোসেন শাহীন, মহানগর যুবদলের সভাপতি এজিএস সাজেদুল ইসলাম, মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সান্তার আলী শান্তু, সরকার সাইফুল ইসলাম বিপ্লব, যুবদল নেতা সেলিম কাজল, স্বেচ্ছাসেবকদল নেতা রাতুল ভূইয়া, মোজাম্মেল হোসেন লস্কর, হাবীবুর রহমান আজাদ প্রমুখ।

আরও পড়ুন: যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

রাকিব উদ্দিন সরকার পাপ্পু আরো বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে টানা বার বছর কারাগারে বন্দী ছিলাম। আমাদের দলের যারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ভাগ ভাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী, যারা বিগত দিনে ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি ছিল তারাও ওই ষড়যন্ত্রে যুক্ত ছিল। ওই চক্রটি আবারো নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে।