বৃষ্টি নিয়ে যে আভাস দিল আবহাওয়া অফিস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই ঝরছে বৃষ্টি। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমে যাওয়ায় রবিবার (৩ আগস্ট) ঢাকায় তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (৩ আগষ্ট)   সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে ভ্যাপসা গরম।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে শুরু হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ সমগ্র দেশের আবহাওয়া আগামী কয়েকদিন এমনই থাকতে পারে। নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।