মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৪ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যমতে, বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারী অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টির কারণে কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা কম অনুভূত হলেও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।

আরও পড়ুন: আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদের যথাযথ প্রস্তুতি নিয়ে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।