ভালুকায় দুটি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

Shakil
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৩ | আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার এবং দুটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) ভোরে ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

গ্রেফতার জরিপ বাদশা (২৪) শেরপুর জেলার আ. আউয়ালের ছেলে।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব অর রশিদ জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার,  অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের দিক নির্দেশনায় উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় ভান্ডাব এলাকা থেকে জরিপ বাদশা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়ার বিএনপি নেতার হুমকি-ধমকি

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, অটোরিকশার চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে ময়মনসিংহ আদালত পাঠানো হয়েছে।