বীর মুক্তিযোদ্ধা ডা: মো. আতাউর রহমান ভুইয়া আর নেই
(no caption)
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডা: মো. আতাউর রহমান ভুইয়া মারা গেছেন। বুধবার ৩ মে সকাল ১০ টায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
(৪ মে) বৃহস্পতিবার তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তার জানাজা অনুষ্ঠিত হয়।
আতাউর রহমান ভূঁইয়া কর্মজীবনে জেলা প্রাণী সম্পদ অফিসার ছিলেন। তিনি ২০০০ সালে অবসরগ্রহণ করেন।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র দুই কন্যা এবং জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।





