ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৩ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের (১২)  লাশ উদ্ধার করেছে পুলিশ। 
শনিবার রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ৬ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দু'জনেই ওই ফ্ল্যাটে ভাড়া থেকে আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। একপর্যায়ে ফ্ল্যাটের দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ফ্ল্যাটের পাশের ঘর থেকে মোক্তার হোসেনের মরদেহটিও উদ্ধার করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করি। মনে হয় এটি মোক্তার হোসেনের মরদেহ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে তাদের হত্যা করা হয়েছে।