টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। নিহত দুই রোহিঙ্গা শিশু হলো- ইসমাইল (৮) এবং হাসন (৬)। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করে চালক এবং সহযোগীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রত্যক্ষদর্শীরা বলেন, “বাসটি বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিল। এ সময় দুই রোহিঙ্গা শিশু সড়ক পার হাওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুদের মৃত্যু হয়।”
স্থানীয়রা জানান, পায়রা পরিবহন আগেও অনেকবার এ রকম দুর্ঘটনা ঘটিয়েছে। তাদের অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এ কারণে স্থানীয়দের প্রত্যাশা দ্রুতই প্রশাসন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান