সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন শ্রমিকরা। প্রয়োজনে পুরো সিলেট বিভাগে যানবাহন বন্ধের হুঁশিয়ারীও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ দাবিতে বুধবার ভোর থেকে সিলেটের পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন। প্রয়োজনে পুরো সিলেট বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারী দেন তিনি।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক