নান্দাইলে ওসির সহায়তায় প্রাণে বেঁচে গেলো প্রতিবন্ধী যুবক

Abid Rayhan Jaki
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ২০ মে ২০২৪ | আপডেট: ১২:১০ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ওসি মো. আবদুল মজিদের সহায়তায় আত্মহনন থেকে প্রাণে বেঁচে গেলো কাউসার নামে এক প্রতিবন্ধী যুবক। রোববার (১৯ মে) রাত ১০টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের রমজান আলীর বসত ঘরের বারিন্দা কক্ষের দরজা ও গ্রীল কেটে রক্তাক্ত অবস্থায় প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়।

এসময় ওই প্রতিবন্ধীর হাত থেকে রক্তাক্ত চাকু উদ্ধার করা হয়েছে। পরে নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করেন থানা পুলিশ। পরিবার সূত্রে জানাগেছে, কাউসার একজন বাকপ্রতিবন্ধী যুবক। বনাঢী গাংগাইল পাড়া গ্রামের মো. রমজান আলীর ২য় পুত্র। গত বৃহস্পতিবার সে স্থানীয় শাহী মসজিদের দানের ২ বস্তা চাউল চুরি করে তা হালিম নামে এক ব্যাক্তির দোকানে বিক্রি করে দেয়।

আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩

পরে এলাকাবাসী জানতে পেরে তা কাউসারের পরিবারকে জানায়। একপর্যায়ে রোববার রাতে তার পিতা-মাতা কাউসারকে ওই চাউল বিক্রির টাকা ফিরিয়ে দিতে চাপ প্রদান করলে এতে সে ক্ষিপ্ত হয় এবং দৌড়ে গিয়ে তার ঘরে প্রবেশ করে চাকু দিয়ে নিজের পায়ের রগ কাটতে এলোপাতাড়ি গা দিতে থাকে। বাবা রমজান আলী কোন উপায় না পেয়ে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় থানা পুলিশ দরজা ও গ্রীল কেটে বাক প্রতীবন্ধীকে হাতে চাকু সহ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কাউসারের পিতা রমজান আলী ও চাচা খসরু মিয়া জানান, ওই প্রতীবন্ধী মূলত জুয়া খেলার টাকা জোগাড় করতে মসজিদের চাউল চুরি করে বিক্রি করে দেয়। পরে তার নিকট টাকা চাইলে সে আত্মহননের চেষ্টা করে। এ বিষয়ে নান্দাইলের ওসি সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছন কাউসারের পরিবার। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ওই প্রতিবন্ধীকে আত্মহনন থেকে রক্ষা করি এবং নান্দাইল হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের হাতে হস্তান্তর করি। আমাদের

সহায়তায় অল্পের জন্য প্রতিবন্ধী কাউসার প্রাণে বেঁচে যায়।

আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ