সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

Sanchoy Biswas
সুলতান রায়হান ভূঞা রিপন, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক

প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত-এর জেলা প্রতিনিধি মো. আল আমিনের সঞ্চালনায় এতে নিউ নেশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, কালের কণ্ঠ ও এটিএন নিউজ-এর জেলা প্রতিনিধি শফিক আদনান, প্রথম আলো-র জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, মাছরাঙা টেলিভিশন-এর জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, সংবাদ-এর জেলা প্রতিনিধি আবু তাহের, ইন্ডিপেন্ডেন্ট টিভি-র জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক ডেসটিনি-র জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, কালের নতুন সংবাদ-এর সম্পাদক খায়রুল ইসলাম, দৈনিক ইনকিলাব-এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সকালের সময়-এর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ভূঁইয়া, আজকের পত্রিকা-র জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, স্বদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, আজকের বিজনেস বাংলাদেশ-এর নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ, আজকের দর্পণ-এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, ডিবিসি টেলিভিশন ও দৈনিক বাংলা-র জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, এখন টিভি-র জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, দেশ টিভি-র জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার, খবরের কাগজ-এর জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক নতুন দিন-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু সাঈদ, মুফতি মাহমুদুর রহমান, দৈনিক দেশের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: নিজ ঘর থেকে ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, শুরুক নির্বাহী সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, সাউথ এশিয়ান টাইমস-এর জেলা প্রতিনিধি মো. মনির হোসেন, জনবানী-র জেলা প্রতিনিধি মশিউর রহমান নাদিম, ভোরের কাগজ-এর জেলা প্রতিনিধি হারিছ আহমেদ, দৈনিক গণজাগরণ-এর জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর, বিডি টুয়েন্টিফোর লাইভ-এর জেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন আকাশ, আজকের বাংলা-র প্রতিনিধি মো. আলাউদ্দিন শুভ, মাইমশিল্পী রিফাত ইসলাম, সাংবাদিক জাহিদ হাসান মুক্তার প্রমুখসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সব ধরনের সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান।